কানাইঘাটে সুরমা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৮:২৪ অপরাহ্ণ
কানাইঘাট সংবাদদাতা: সিলেটের কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার পাশ দিয়ে যাওয়া সুরমা নদীর থেকে শুক্রবার সকাল ১১টার দিকে চল্লিশোর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
দারুল উলূম মাদ্রাসার পাশে সুরমা নদীতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন কানাইঘাট থানায় খবর দেন।খবর পেয়ে থানার এস.আই বশির ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
অজ্ঞাতনামা ব্যক্তির পরনে ছিল ফুল কালো প্যান্ট, সাদা শার্ট। ধারণা করা হচ্ছে তাঁকে ২/১ দিন পূর্বে হত্যা করে লাশ সুরমা নদীতে ফেলে দেওয়া হতে পারে।