দক্ষিণ সুরমা আ’ লীগ নেতা ইসমাঈল হোসেনের কুলখানি সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৫:৩১ অপরাহ্ণ
সুরমা নিউজ: দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগ নেতা, নগরীর ভার্থখলার টার্মিনাল রোডস্থ আনাছ ফার্মেসীর সত্ত্বাধিকার, মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই নিবাসী মরহুম হাজী ইসমাঈল হোসেন এর কুলখানি গতকাল ১৫ জুন শুক্রবার বাদ জুম্মা তেলিরাই জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কুরআন খানি ও মিলাদ মাহফিল ও মরহুমের বাড়ীতে শিরনী বিতরণ করা হয়।
মিলাদ মাহফিলে মরহুম হাজী ইসমাঈল হোসেন কর্মময় জীবন তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আশফাক আহমদ, বিএনপি নেতা এডভোকেট আব্দুল গফফার, ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ¦ শেখ মোঃ মকন মিয়া, মরহুমের ভাই ইশরাকুল হোসেন শামীম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোগলাবাজার ইউপির সাবেক চেয়ারম্যান হাজী চুনু মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, মাহমদ আলী, আবুল হোসেন, যুবলীগ নেতা নুরুল ইসলাম, মুছাদ্দেক হোসেন মুছা, ছাত্রলীগ নেতা শামীম আহমদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।