তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৪:৪৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রহ.)-এর হাতেগড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার (২০১৬-২০১৭ সেশনের) কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্জুমানে আল ইসলাহর মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে. এম মনোওর আলী, সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনূল ইসলাম পারভেজ ও সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ ফখরুল ইসলামকে পূনঃসভাপতি ও রেদ্বওয়ান আহমদ চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং মুহাম্মদ মুহিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৩ সদস্য বিশিষ্ট ২০১৬-১৭ সেশনের নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।
পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন- সহ-সভাপতি মুহা. শরীফ উদ্দিন, সহ- সাধারণ সম্পাদক দুলাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতার হোসাইন জাহেদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হুমায়ুনুর রহমান লেখন, অর্থ সম্পাদক কাওছার আহমদ, অফিস সম্পাদক মুহাম্মদ উসমান গনি, সহ-অফিস সম্পাদক ওয়ালিউর রহমান সানী, প্রশিক্ষণ সম্পাদক মাছুম আহমদ, সহ-প্রশিক্ষণ সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি বিষযক সম্পাদ মুহিবুর রহমান আখতার, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষযক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার ওজিউর রহমান আসাদ, সদস্য আব্দুল মুহিত রাসেল, সৈয়দ আহমদ আল জামিল, সোহাইল আহমদ তালুকদার, হাফিজ ফারুক আহমদ, মাহমুদুল হাসান, জুবায়ের আহমদ রাজু, মোঃ মারুফ হোসাইন, এনাম উদ্দিন আহমদ, সাইফুর রহমান চৌধুরী শিপু, তৌরিছ আলী, সুলতান আহমদ, মাহবুবুর রহমান ফরহাদ, আব্দুর রাজ্জাক, ফয়েজ আহমদ তাজির, মোঃ ছালিক উদ্দিন, আবু বকর মোহাম্মদ ও রফিকুল ইসলাম তালুকদার।
বিদায়ী সাধারণ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান এর উপস্থাপনায় কাউন্সিল অধিবেশনে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মোঃ কুতবুল আলম, প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় নেতা মাওলানা রফিকুল ইসলাম খান ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা বেলাল আহমদ প্রমুখ।