ওসমানীনগরে দু পক্ষের সংঘর্ষে ১জন গুলিবিদ্ধসহ আহত ৩
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৪:২৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে দুপক্ষের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ৩জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া ইব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির ছোলা উদ্ধার করেছে।
একাধিক সূত্রে জানা যায়, গজিয়া ইব্রাহিমপুর গ্রামের আব্দুল মালিক তার ফেইস বুক আইডি ‘আমাদের সাদীপুর বার্তা’তে ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা ও সাদিপুর ২নং ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য স্বপন মিয়াকে নিয়ে বিরুপ মন্তব্য করেন। এর জের ধরে গতকাল শুক্রবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্ববর্তী গজিয়া গ্রামের মসজিদের সামনে কবির উদ্দিন চেয়ারম্যানের পক্ষের লোকজনের সাথে মালেকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুলিবৃদ্ধসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হচ্ছেন, ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের গজিয়া ইব্রাহিমপুর গ্রামের রহমত উল্লাহ ছেলে আব্দুল মালিক (৩৫), আব্দুল মালেক(৩২) ও রহমত উল্লাহ (৬০)। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আব্দুল মালিক গুলিবিদ্ধ বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরী গুলিবিদ্ধ হওয়ার কথা স্বীকার করে বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।