জঙ্গিবাদ সম্পর্কে সতর্কীকরণ খুতবার কপি পায়নি সিলেটের দরগাহ মসজিদ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পড়া জুমার নামাজের খুতবা দেশের সব মসজিদে অনুকরণ ও অনুসরণের আহ্বান জানিয়েছিলো ইসলামিক ফাউন্ডেশন। সেই লক্ষে দেশের সব জায়গায় খুতবার অনুলিপিও পাঠানো হয়েছিলো। আজকের খুতবার শিরোনাম ছিলো ‘অশান্তি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’।
বিভাগীয় নগরী সিলেটের অন্যতম বৃহৎ মসজিদ দরগাহে হজরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ। এখানে সবথেকে বেশি মুসল্লির সমাগম ঘটে। শুক্রবার (১৫ জুলাই) জুমার নামাজ আদায়ের আগে পঠিত হয় খুতবা।
নামাজের পর মসজিদের ইমাম মাওলানা আসজদ এর কাছে জানতে চাওয়া হয় তাঁর পঠিত খুতবা ও ইসলামি ফাউন্ডেশনের নির্দেশনা সম্পর্কে। তিনি বলেন, তারা জাতীয় মসজিদের কোন খুতবার কপি পাননি। তবে নামাজের আগে নিজেদের মতো করে ‘অশান্তি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ করে বক্তব্য প্রদান করেছেন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সারাদেশে সব মসজিদের ইমামদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছিলেন।
বিভাগীয় নগরী সিলেটের অন্যতম বৃহৎ মসজিদ দরগাহে হজরত শাহজালাল (র.) মাজার জামে মসজিদ। এখানে সবথেকে বেশি মুসল্লির সমাগম ঘটে। শুক্রবার (১৫ জুলাই) জুমার নামাজ আদায়ের আগে পঠিত হয় খুতবা।
নামাজের পর মসজিদের ইমাম মাওলানা আসজদ এর কাছে জানতে চাওয়া হয় তাঁর পঠিত খুতবা ও ইসলামি ফাউন্ডেশনের নির্দেশনা সম্পর্কে। তিনি বলেন, তারা জাতীয় মসজিদের কোন খুতবার কপি পাননি। তবে নামাজের আগে নিজেদের মতো করে ‘অশান্তি, জঙ্গিবাদ এবং সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ’ করে বক্তব্য প্রদান করেছেন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এক প্রেস বিজ্ঞপ্তিতে সারাদেশে সব মসজিদের ইমামদের উদ্দেশ্যে এ আহ্বান জানিয়েছিলেন।