কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশন’র আত্মপ্রকাশ
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৯:৩১ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: আহবায়ক কমিঠি গঠনের মধ্য দিয়ে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়েশনের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সিলেট নগরীর শিবগঞ্জ সোনারপাড়াস্থ এডু-এইড স্কুল এন্ড কলেজে আয়োজিত একটি সাধারণ সভায় আলোচনা শেষে এ সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
শাবি শিক্ষার্থী আসিফ আযহারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মতামত ব্যক্ত করেন নবগঠিত সাস্টিয়ান ফোরাম, কানাইঘাট- এর সভাপতি দেলওয়ার হোসেন, সাধারণ সম্পাদক এহসানে এলাহীসহ কানাইঘাট উপজেলার বিভিন্ন পর্যায়ে অধ্যয়নরত আগত মেধাবী শিক্ষার্থীরা। সভায় শিক্ষা-দীক্ষা ও উন্নয়নে পিছিয়ে পড়া কানাইঘাট উপজেলাকে আলোকিত করে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নানা পরিকল্পনা ও মতামত পেশ করেন তারা।
প্রাণবন্ত আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে সিলেট ল কলেজের ছাত্র আলী আহমেদ মাসুদ-কে আহবায়ক ও শাবির ইংরেজী বিভাগের ছাত্র আসিফ আযহার -কে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক পরিষদের নেতৃত্বে সংগঠনের একটি যুগোপযোগী ও সার্থক রুপরেখা প্রণয়নের সংকল্প নিয়ে আলোচনা সভা সমাপ্ত করা হয়।
আহবায়ক কমিঠির সদস্যরা হলেন দেলওয়ার হোসেন (শাবি), এহসানে এলাহী (শাবি), মো. মামুনুর রশীদ (শাবি), ফখরুল ইসলাম রাহেল (শাবি), আতিকুর রাহমান সামী (এমসি), ফখরুল ইসলাম (এমসি), আমিনুল ইসলাম (এমসি), আব্দুল কাদির, মাহফুজুর রহমান, লোকমান আহমদ, জুনায়েদুর রহমান, আবু মুজাফফর মো. তালহা (লিডিং), মতিউর রহমান আতিফ(কেডিসি), ইকবাল হোসেইন (এমসি), মামুনুর রশীদ, ফয়ছল আহমদ, আশরাফ মাহমুদ (এমসি), আবুল হাসনাত সাজ্জাদ, জসিম উদ্দিন, শামসুল ইসলাম চৌধুরী (ঢাবি), তানভীর আহমেদ পারভেজ (লিডিং), ইকবাল হোসেন (এমসি), আক্তারুজ্জামান চৌধুরী (লিডিং), আহমেদ তানভীর (লিডিং), মোছাদ্দেক হোসেন (শাবি), তারেকুল ইসলাম (শাবি), জাহাঙ্গীর আলম (সিকৃবি), আহবাব আহমদ (এমসি), ছাব্বির আহমদ (এমসি), কামাল আহমদ রাজু, তানভীর আহমেদ।