আগামী রবিবার খুলছে শাবিপ্রবি
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৯:২৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: গ্রীষ্মকালীন ও ঈদ-উল-ফিতরের দীর্ঘ ৩৭ দিনের ছুটি শেষে আগামীকাল রবিবার খুলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।দীর্ঘ ছুটির পর ইতোমধ্যে শিক্ষার্থীরা আবাসিক হলগুলো ও মেসে ফিরতে শুরু করেছেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগের কর্মকর্তা শাহাদাত হোসেন শিশির জানান, গ্রীষ্মকালীন ছুটি ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ১২ জুন থেকে ২১ জুন, এবং ৩ থেকে ১৪ জুলাই পর্যন্ত সকল প্রশাসনিক এবং ১২ জুন থেকে ১৪ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
তবে শুক্র ও শনিবার ক্যাম্পাস বন্ধ থাকায় আগামী রবিবার থেকে যথারীতি ক্লাস-পরীক্ষাসহ সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হচ্ছে বলে জানান তিনি।