আ’লীগ নেতা আনছার উদ্দিন আহমদের দাফন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৬, ৮:১৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনছার উদ্দিন আহমদকে তাঁর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার মরহুমের গ্রামের বাড়ী উপজেলার গোয়ালাবাজার ইউপির এওলাতৈলে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
আনছার উদ্দিন আহমদ গোয়ালাবাজার বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি দায়িত্ব পালনসহ এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও ঢাকা মেট্রোপলিটন আনসার বেটেলিয়নের আঞ্চলিক পরিচালক হিরা পারভেজ, সিলেট জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতা কর্মি এবং এলাকার সর্বস্তরের সহস্রাধিক মানুষ আনছার উদ্দিনের জানাজায় অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, একাধিক ধর্মীয় বইয়ের লেখক আনছার উদ্দিন আহমদ গত বুধবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী ২ পুত্র ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।