মদন মোহন কলেজ ওরিন্টেশনে ছাত্রদলের মিছিল
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ৮:২২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক : মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা কাজী মেরাজ বলেছেন- ছাত্র সমাজের অধিকার প্রতিষ্ঠার বৃহত্তর দাবীর প্রেক্ষিতে যাত্রা শুরু করে মহান স্বাধীনতার ঘাষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন ছাত্রদল। কালের আবহমান ধারায় ছাত্রদল আজো ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে যাচ্ছে। ক্ষমতাসীনদের সীমাহিন জুলুম নিপীড়ন উপেক্ষা করে ছাত্রদল এখনও ছাত্র সমাজের পাশে রয়েছে। আজকের নবীন ছাত্ররাই আগামীদিনে জাতিকে নেতৃত্ব দিবে। ছাত্র সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল অতীতের ন্যায় অঙ্গিকারাবদ্ধ রয়েছে।
তিনি বৃহস্পতিবার সিলেটের ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের একাদ্বশ শ্রেনীর ওরিয়েন্টশন উপলক্ষে কলেজ ছাত্রদল আয়োজিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ওরিয়েন্টশন উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীরা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করে। মিছিল শেষে বিভিন্ন কক্ষে গিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রদল নেতৃবৃন্দ।
মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু ও যুগ্ম সম্পাদক এস,এম সেফুলের যৌথ পরিচালনায় স্বাগত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হেলাল আহমদ, সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকির, ছাত্রদল নেতা- বেলাল আহমদ, আব্দুল করিম জোনাক, আলী আকবর রাজন, নজরুল ইসলাম, আতিক খান, জাহাঙ্গীর আলম, মামুন আলম, ফাহাদ আহমদ, আব্দুল আলিম হিমেল, মকসুদ আহমদ চৌধুরী, শায়েখ আহমদ, রাহিয়ান চৌধুরী রাহী, মাসুদুর রহমান মাসুম, শাহান আল মাহমুদ খান, জাহাঙ্গীর আহমদ, উজ্জল হোসেন, জিলাল আহমদ, সালমান আহমদ, আবু বকর, মনোয়ার হোসেন, রাহাত আহমদ প্রমুখ। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন- আফরোজ মিয়া, লিমন আহমদ, সাজন আহমদ, আবুল হাসনাত, তুহিন আহমদ প্রমুখ।