সিলেট বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ৭:৫৯ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক : সিলেট বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী আদিব আহমদ চৌধুরীর মৃত্যু হয়েছে।
নিহত আদিব সিলেট মডেল স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র । সে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার সাবেক গ্যাস কর্মকর্তা মৃত সাবের আহমদ চৌধুরীর পুত্র।
বৃহস্পতিবার বিকালে আদিব মোটরসাইকেলযোগে সিলেট ক্যাডেট কলেজ অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।