বালাগঞ্জে উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ৭:২৮ অপরাহ্ণ
বালাগঞ্জ সংবাদদাতা: ব্যাপক লোক সমাগমের মধ্য দিয়ে বালাগঞ্জে উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। বৃহস্পতিবার ধর্মীর ভাবগম্ভীর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে ভক্তবৃন্দের বিপুল সমাগম ঘটে।
বিকাল সাড়ে ৫টায় গোপাল জিউর আশ্রম থেকে উল্টো রথযাত্রা শুরু হয়ে বালাগঞ্জ হাসপাতাল প্রাঙ্গণ হয়ে শ্রী শ্রী মদন মোহন জিউর আশ্রমে এসে শেষ হয়। এ সময় বালাগঞ্জ পুজা পরিষদ, মদন মোহন আশ্রম পরিচালনা কমিটি, মন্দির উন্নয়ন সংস্থাসহ গৌরভক্তবৃন্দরা অংশ নেন।
শ্রী শ্রী মদন মোহন জিউর আশ্রমে গত ৯দিন ধরে প্রতিদিনই ভোর আরতি, মধ্যহ্ন ভোগ, সন্ধ্যা আরতি মহাপ্রসাদ বিতরণ হয়। উল্লেখ্য যে, গত ৬ জুলাই বিকাল ৫টায় আনুষ্ঠানিক ভাবে রথযাত্রার উদ্বোধন করেন পূর্বগৌরিপুরের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস।