বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে ঈদ পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ২:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ: বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসীদের উপস্থিতিতে গত রবিবার এক ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের গার দ্য নর্দে প্যারিসিয়ান ক্যাফে রেস্টুরেন্টে এ অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলার প্রবাসীরা ঈদ আনন্দ ভাগাভাগি করতে জড়ো হন।
বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সভাপতি কানু মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক ইরশাদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজ আলি, ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারণ সম্পাদক দেলোওয়ার হোসেইন কয়েছ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক,কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন’র সভাপতি হাসান সিরাজ, বিশ্বনাথ উপজেলা এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মনোয়ার হোসেন, বিএনপি নেতা টিটু মিয়া, সহ সভাপতি শিব্বির আহমদ , সহ সাধারণ সম্পাদক রিপন দে, অর্থ সম্পাদক ফরহাদ হোসেন, সামসুল ইসলাম, আখদ্দস আলী, আব্দুল আহাদ, আহমদ হেলাল, ইশতিয়াকুর রহমান, ফরহাদ রায়হান, সায়েম উদ্দিন, লুৎফুল হক সহ কমিউনিটির নেতারা ঈদ পুনর্মিলনীতে উপস্থিত হওয়ার জন্য কমিউনিটির নেতাদের ধন্যবাদ পাশাপাশি তারা গুলশানে ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানান।