জালাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ২:০৮ অপরাহ্ণ
সুরমা নিউজ: বিশ্বনাথের দর্জি আখলিছুর রহমান জালালের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুর পয়েন্টে বৃহস্পতিবার সকাল ১১টায় জনমঙ্গল ঈদগাহ কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ছয়ফুল হকের সভাপতিত্বে ও জনমঙ্গল রশিদপুর সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আমির আলীর পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, লালা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, নবনির্বাচিত চেয়ারম্যান পীর ফজলুল হক ইকবাল, নিহত জালারের মা ফাতেমা খানম। সভায় বক্তারা বলেন, দর্জি জালালের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যতায় এলাকাবাসী কঠোর কর্মসূচি ঘোষনা করতে বাধ্য হবে। গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবি জানান বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আবুল কালাম কছির, হাজী হিরণ মিয়া, শেখ মনির মিয়া, হাজী আবুল কালাম, শেখ নূর মিয়া, মাসুক মিয়া, হাজী আবদুল হামিদ, শেখ মো.আজাদ, ফিরোজ মিয়া, ইজার আলী মেম্বার, ফেরদৌস মিয়া মেম্বার, আবদুল মুমিন মামুন মেম্বার, নজরুল ইসলাম মনির মেম্বার, শামিম আহমদ মেম্বার, তরুণ সংগঠক সাহিবুর রহমান সালাম, মোসাদ্দেক হোসেন সাজুল, হাবিবুর রহমান, কাওছার আহমদ, জাহাঙ্গীর হোসেন, আসাদুজ্জামান নূর আসাদ, সিতাব আলী, আবুল কালাম রুণু, মাহবুব আহমদ জুবেল, সুবেল চৌধুরী, আবদুল হান্নান সুহেল, ফয়জুল ইসলাম জয়, শেখ সালা উদ্দিন, শাহ হাবিবুর রহমান, ইমাদ উদ্দিন দয়াল, ইমরান আহমদ সুমন, ফজলুর রহমান শিপন, রফিক মিয়া, এনামুল হক এনাম, কয়েস আহমদ, সালাম মিয়া, জাহেদ আহমদ, মোতাহির খান, শহিদুর রহমান শহিদ, শফিক আহমদ প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন স্কুল,মাদরাসা,ব্যবসায়ী, সামাজিক সংগঠন, রাজনীতিবিদসহ এলাকার শতশত মানুষ উপস্থিত ছিলেন
মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন ইকরা উচ্চ বিদ্যালয়, শেখ হাবিবুল্লা মাস্টার দাখিল মাদরাসা, বিশ্বনাথ থানা সমিতি, জনমঙ্গল রশিদপুর সমাজ কল্যাণ সংস্থা, অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থা, যুব সংঘ নাজির বাজার, সোনার বাংলা ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা, প্রত্যাশা সমাজ কল্যাণ সংস্থা, আনন্দ সমাজ কল্যাণ সংস্থা, শাহজিরগাঁও সমাজ কল্যাণ সংস্থা, কারিকোনা সমাজ কল্যাণ সংস্থা, অগ্রযাত্রা সমাজ কল্যাণ সংস্থা, লালা বাজার ৩নং ওর্য়াডবাসী, কুসুম কলি সংস্থা, পাঞ্জরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনশ একাধিক সংগঠন।