সুরমা নিউজ: বিশ্বনাথে সহপাঠীর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। আহত ছাত্রের নাম আলী আহমদ। সে উপজেলার রামসুন্দর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের বাসিয়া ব্রীজের উপর এ ঘটনা ঘটে।
প্রত্যাক্ষর্শীরা জানান, বাসিয়া ব্রীজের উপর আলী আহমদের সাথে তার সহপাঠী সজিবের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে সজিব ঝালমুড়ি বিক্রেতার থেকে ছুরি নিয়ে আলী আহমদকে আঘাত করে। এ সময় আলী আহমদের পাল্টা আঘাতে সজিবও আহত হলে স্থানীয়দের হস্তক্ষেপে থেমে যায় তারা।
এ বিষয়ে কথা হলে স্কুলের প্রধান শিক্ষক আবদুল বারী জানান, আগামী শনিবার পরীক্ষা হওয়ায় ১২টার দিকে স্কুল ছুটি দেয়া হয়। তবে ওই শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত ছিল না। খবর পেয়ে আমি ব্রীজের দিকে গিয়ে আহত সজিবকে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। তবে ঘটনার কারণ সম্পর্কে ওরা এখনও কিছু বলেনি।
বিশ্বনাথে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত
প্রকাশিত হয়েছে : ১:৩৭:৪৫,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬