এমপি কেয়া চৌধুরীকে ধ্রুবতারা সিলেটের সম্মাননা প্রদান
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:১৩,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬
সুরমা নিউজ ডেস্ক :ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার পক্ষ থেকে ১২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ৮টায় হবিগঞ্জস্থ বাসভবনে সিলেট-হবিগঞ্জ মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ধ্রুবতারার কেন্দ্রীয় যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক ও সিলেট জেলার সভাপতি মোঃ সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইদ্রিছ আলী।
পাশাপাশি ধ্রুবতারার জেলার প্রথম প্রকাশনা স্মারক এমপির কাছে প্রদান করা হয় এবং ধ্রুবতারার বিভিন্ন কার্যক্রম নিয়ে ও আগামী যুব সংসদ-২০১৭ সিলেটে উদযাপনের লক্ষে বিভিন্ন বিষয়ে পরামর্শ ও আলোচনা করা হয় । এসময় তিনি বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের যুবদের কল্যাণে সবধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।