ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কিশোর-কিশোরীদের বাল্যবিবাহের অভিশাপ থেকে রক্ষা করতে উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।
এ উপলক্ষে উপজেলার বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- ইউনিয়ন পরিষদের প্রশাসক কামাল আহমদ। ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় পালের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শফিকুল আলম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সেলিম খান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর, ইউনিয়ন অঅওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন- সমাজসেবী টিপু সুলতান ও শিক্ষিকা লিপিকা দেব। উপস্থিত বিভিন্ন পেশার নারী-পুরুষদের বাল্যবিবাহ বিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার হুরে জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হুরে জান্নাত বলেন- অভিভাবকদের অজ্ঞতার কারণে অনেক সময় স্থানীয় পর্যায়ে প্রভাবশালীদের প্রত্যক্ষ সহযোগিতায় গোপনে বাল্যবিবাহ হয়ে থাকে। অপ্রাপ্ত বয়সের শিশুদের জীবন রক্ষা করতে হলে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এ জন্য সচেতন লোকজনের নেতৃত্বে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও, ঘিলাছড়া, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়েছে।