জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগের সমাবেশ শুক্রবার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৬, ১১:৪২ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে দেশব্যাপী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ মোকাবেলায় করণীয় বিভিন্ন শ্রেণী ও পেশাজীবিদের নিয়ে শুক্রবার সমাবেশের ডাক দিয়েছে।
বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
উক্ত সমাবেশে সিলেট মহানগর যুবলীগের কার্যকরী কমিটির সকল সদস্য ও ওয়ার্ড যুবলীগের সকল নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে সমাবেশকে সফল ও সার্থক করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।