সালমানের মন্তব্যে মুখ খুললেন আনুশকা
প্রকাশিত হয়েছে : ১১:২৪:১৭,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬
এতদিন তার মন্তব্যকে ঘিরে অনেকেই অনেক কথা বলেছেন। তবে এবার সালমানের এই মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন আনুশকা শর্মা। তিনি সাফ জানিয়ে দিলেন, সালমানের ওই মন্তব্য অসংবেদনশীল !
আনুশকা বলেন, ‘প্রথমে আমাকে দেখতে হবে তিনি প্রকৃতপক্ষে কী বলেছেন। কারণ আমি সেখানে ছিলাম না। সত্যি কথা বলতে কী, এ ব্যাপারে অনেক কথা হয়েছে এবং স্পষ্টতই তিনি যা বলেছেন তা অসংবেদশীল। ‘ হ্যাঁ, কিছুটা অসংবেদনশীল এবং তিনি যা বলেছেন তাতে আমি তো কিছুটা আশ্চর্যই হয়েছি।’ তিনি আরও বলেন, ‘সেলিব্রিটিদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে।’