জগন্নাথপুর সংবাদদাতা: জোর করে বিয়ে দেবার প্রস্তুতি কালে জগন্নাথপুর থেকে এক ব্রিটিশ তরুণীকে উদ্ধার করে ব্রিটিশ দূতাবাসের সিলেট অফিস। বুধবার বিকেল ৫টায় ব্রিটিশ তরুণীর মৌখিক অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ দূতাবাসের সিলেট অফিস থেকে একটি টিম জগন্নাথপুর থানা পুলিশের প্রটৌকলে অভিযোগকারিনীকে তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্য প্রবাসী হামদু মিয়া কিছুদিন পূর্বে সপরিবারের যুক্তরাজ্য থেকে জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকার নিজ বাড়িতে আসেন। রফু মিয়ার পুত্র জাকির হোসেনের সাথে প্রবাসী হামদু মিয়ার কন্যা রোকসানা বেগমের বিয়ের কথা বার্তা চলছিল। জাকির হোসেন রোকশানা আপন চাচাতো ভাই-বোন।
ঈদের পর থেকে বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য উভয়ের পরিবারে বৈঠকে আগামী ২১ জুলাই বিয়ের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এরই মধ্যে চাচাতো ভাই জাকির হোসেনের সাথে বিয়ে নিয়ে রোকসানা বেগম বেঁকে বসে। বুধবার সকালে বিয়ের পাত্রী ব্রিটিশ তরুনী রোকসানার পিতা মল্লিক হামদু মিয়া এবং পাত্র জাকির হোসেনের পিতা মল্লিক রফু মিয়াসহ আত্মীয় স্বজনরা বাজার করতে সিলেট শহরে যান। এরই ফাঁকে ব্রিটিশ তরুণী রোকসানা বেগম গোপনে যোগাযোগ করেন ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের সাথে।
সুত্র আরো জানায়, বুধবার বিকেল ৫টায় জগন্নাথপুর থানা পুলিশের প্রটৌকলে সিলেট থেকে আসা ব্রিটিশ দূতাবাসের সিলেট অফিসের একটি টিম ইনাতনগর গ্রামে যুক্তরাজ্য প্রবাসী মল্লিক হামদু মিয়ার বাড়িতে উপস্থিত হয়। কিছুক্ষণ আলাপ শেষে তারা ব্রিটিশ তরুণী রোকসানা বেগমকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন।
এ ব্যাপারে জাকির হোসেনের পিতা মল্লিক রফু মিয়া বলেন, জোরপূর্বক বিয়ের কোন ঘটনা নয়। রোকসানা বেগমের সম্মতিতেই বিয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। হঠাৎ বিয়ের আয়োজন থেকে রোকসানা বেগমের এমন ঘটনা উভয় পরিবারকে হতবাক করে দিয়েছে।
ব্রিটিশ দূতাবাস কর্মকর্তাদের প্রটৌকলে থাকা জগন্নাথপুর থানার এস আই আব্দুস সালামের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তারা জগন্নাথপুরে কি কাজে এসেছিলেন আমার জানা নেই। উর্ধবতন কর্তৃপক্ষের নির্দেশে ব্রিটিশ দূতাবাস কর্মকর্তাদের জগন্নাথপুর এলাকায় রিসিভ করে সৈয়দপুর, ভবেরবাজার এলাকা ঘুরে পুণরায় উপজেলা সীমান্ত এলাকায় পৌছে দিয়েছি। অন্য কোন মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।
জগন্নাথপুরে এক তরুণীকে ব্রিটিশ দূতাবাস কর্তৃক উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২:৩০:৩৫,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৬