বার্মিংহামে বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ৬:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিনিধি : বার্মিংহামের ওয়ালসলে বাংলাদেশী এসোসিয়েশনের উদ্যোগে ঈদ পূণর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যেক্তারা বহির্বিশ্বে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেন। স্বাগত বক্তব্য রাখেন, এসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হাইকমিশন বার্মিংহামের সহকারী হাইকমিশনার মুহাম্মদ জুলকার নাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ালসলের ডেপুটি মেয়র মিষ্টার মার্কো লংগী, কাউন্সিল লিডার সিন কোলান, কাউন্সিলর আল্লাদিত্তা, এইলিন রাসেল, আফতাব নওয়াজ, খাজির হুসাইন, নাহিদ গুলতাসির, দেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিসবাউর রহমান মিসবাহ, ওয়ালসাল বাংলাদেশ ইসলামিক এসোসিয়েশনের চেয়ারম্যান রইছ মিয়া, সেক্রেটারী আব্দুস শহিদ, কমিউনিটি লিডার সাবিরুল ইসলাম প্রমুখ। সভায় ভিডিও অভিক্ষেপকের মাধ্যমে বাংলাদেশের পর্যটন শিল্পের উপর একটি প্রামান্যচিত্র প্রদর্শন করা হয়। সভা শেষে অতিথিবৃন্দসহ সবাই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।