২৬ বছর পর নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন
প্রকাশিত হয়েছে : ৫:১৮:২৮,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৬
সুরমা ডেস্কঃ
২৬ বছর পর নারী প্রধানমন্ত্রী পাচ্ছে ব্রিটেন। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের নেতা টেরিজা মে ছয় বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বায়িত্বে থাকার পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।
ডেভিড ক্যামেরন ইস্তফা দেয়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন তিনি। গণভোটে ইইউ থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ার পর পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
আজ বুধবার দ্বায়িত্ব হস্তান্তর করবেন ক্যামেরন।
ব্রিটেনে ১৯৭৯ থেকে টানা ১১ বছর ক্ষমতায় ছিলেন লৌহমানবী হিসেবে পরিচিত মার্গারেট থ্যাচার। ১৯৯০ সালের পর মে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।
ব্রিটেনের ইউরোপিয় ইউনিয়নে (ইইউ) থাকার পক্ষে থাকলেও ৫৯ বছর বয়সী এই নারীকে এখন ঠিক উল্টো কাজটি করতে হবে। তাঁর নেতৃত্বেই ইইউ থেকে দেশকে বের করে আনার প্রক্রিয়া চলবে।