ওসমানীনগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফখর উদ্দিন
প্রকাশিত হয়েছে : ৫:০৮:৩৯,অপরাহ্ন ১৩ জুলাই ২০১৬
সুরমা নিউজঃ সম্প্রতি ওসমানীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক চেয়ারম্যান দলীয় পদ থেকে পদত্যাগ করায় এ কমিটির প্রথম যুগ্ম-সম্পাদক হিসেবে তাজ মোহাম্মদ ফখর উদ্দিনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ।
নেতৃবৃন্দ গত ৬ জুলাই এক পত্রের মাধ্যমে দয়ামীর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তাজ মোহাম্মদ ফখর উদ্দিনকে এ দায়িত্বে প্রদান করেন।
সেই সাথে নেতৃবৃন্দ আশা করেন- তার নেতৃত্বে দল সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে।
বুধবার (১৩ জুলাই) সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।