গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ৪:৪৬ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনছার উদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক যুক্ত শোকবার্তায় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী শোক প্রকাশ করেন। শোক বার্তায় আনছার উদ্দিন আহমদের মৃত্যুতে আওয়ামী লীগ একজন বলিষ্ঠ সংগঠককে হারিয়েছে উল্লেখ করে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। পাশাপাশি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পৃথক এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। সংগঠনের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক নাজলু চৌধুরী যুক্ত শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।