গোয়ালাবাজার ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদকের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ৪:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনছার উদ্দিন আহমদ আর নেই (ইন্না লিল্লাহি …….রাজিউন )।
বুধবার বিকেল ৫টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে সিলেট শহরে নিয়ে যাওয়া হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আনছার উদ্দিন আহমদ গোয়ালাবাজার বাজার পরিচালনা কমিটির সাবেক সেক্রেটারি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে গোয়ালাবাজার আদর্শ গণপাঠাগারের সাথে যুক্ত। জীবদ্দশায় আনছার উদ্দিন আহমদ বেশ কয়েকটি ধর্মীয় বই রচনা করেন।