নিহত দর্জি জালালের পরিবারকে প্রাণ নাশের হুমকী
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ১১:৪০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: হত্যার বিচার চেয়ে মামলা করায় প্রাণনাশের হুমকিতে আছেন সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে নিহত বিশ্বনাথ উপজেলার তাজ মহরম গ্রামের মৃত হাজী শমসের আলীর পুত্র দর্জি আখলিছুর রহমান জালালের পরিবার। নিহত জালালের ছোট ভাই হেলাল আহমদ এ ব্যাপারে বিশ্বনাথ থানা ও দক্ষিণ সুরমা থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, সিলেট নগরীর শুকরিয়া মার্কেটের একটি টেইলার্স- এ দর্জির কাজ করতেন আখলিছুর রহমান জালাল। গত ২৪ জুন গভীর রাতে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে তাকে নৃশংস ভাবে হত্যা করে। হত্যাকাণ্ডের পর জালালের ছোট ভাই হেলাল আহমদ বাদী হয়ে নজরুল ইসলাম শিপন, আব্দুল আলীম বাবলু, মোঃ নছিব আলী সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামী করে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করার হয়। মামলা নং- ১৮, তাং- ২৪/৬/২০১৬, ধারা ৩০২/ ২০১/ ৩৪ দঃ বিঃ রুজু হয়। মামলার পর থেকে এলাকাবাসী হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিভিন্ন কর্মসূচী পালন করছেন। কিন্তু মামলার পর থেকে আসামীরা অজ্ঞাত স্থান থেকে বাদির পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।