বারমিংহাম খেলাফত মজলিসের ঈদ পুণর্মিলনী ও দোয়া অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০১৬, ১১:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: গুলশানে সন্ত্রাসী হামলা ও শোলাকিয়ায় বোমা হামলায় দেশ যখন গভীর সংকটে পতিত সে মুহূর্তে সরকার প্রকৃত আসামীদের আড়াল করতে বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের ব্যপক হারে গণগ্রেফতার শুরু করেছে। অন্যদিকে সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যাপক চাঁদাবাজীতে সাধারণ জনগণ অতিষ্ঠ। বাংলার সাধারণ মানুষ রমজানের পবিত্র রোজাও শান্তিতে পালন করতে পারেনি।
গতকাল খেলাফত মজলিসের বারমিংহাম শাখার ঈদ পুণর্মিলনী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সংগঠনের যুক্তরাজ্য সহ সভাপতি মুফতি তাজুল ইসলাম।
শাখা সভাপতি মাওলানা এনামুল হাসান ছাবিরের সভাপতিতে ও সেক্রেটারী আ ফ ম শুয়াইবের পরিচালনায় অন্যান্যদের মধ্য ব্ক্তব্য রাখেন মিডসলেনড সভপতি কারী আব্দুল মুকিত আজাদ, আলহাজ আব্দুল মালিক পারভেজ, কমিউনিটি নেতা আলহাজ এনামুর রহমান, কবি ও সাহিত্যিক আলহাজ মুফিদুল গনি মাহতাব, হাজী আব্দুল ওয়াদুদ।মাওলানা ফখর উদ্দীন, সৈয়দ কবির আহমদ, মাওলানা ওলিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আনছার উদ্দীন, হাফেজ শাহেদ আহমদ, বিএনপি নেতা মশাহিদ তালুকদার, মাওলানা ফয়েজ আহমদ, কবি মনোয়ার আহমদপ্রমুখ।
পরে বরেণ্য আলেমে দ্বীন মাওলানা মুহিউদ্দিন খানের স্মরণে ও সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুনতাসির আলীর পিতার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।