সিলেটে র্যাবের অভিযান : চেক প্রতারক আটক
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৬, ৮:৪৫ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেটে র্যাব-৯ এর অভিযানে চেক প্রতারক চক্রের একজনকে আটক করা হয়েছে। সিলেট র্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে র্যাব-৯ সদর কোম্পানী সিলেট ক্যাম্পের একটি টহল দল এমএমপি’র শাহপরান থানার টিলাগড় এলাকায় অভিযান চালায়। অভিযানে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে টিলাগড় এলাকা থেকে চেক জালিয়াত প্রতারক চক্রের মূল হোতা ওয়ায়েজুল রহমানকে হাতেনাতে আটক করে।
ওয়ায়েজুল রহমান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার মরিচা গ্রামের মো: আজিজুর রহমানের ছেলে। বর্তমানে সে সিলেটের শাহপরাণ এলাকার ১ নং রোডের ১৯ নং বাসায় বসবাস করে আসছিল। দীর্ঘদিন যাবত সে চেক জালিয়াতি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। তাকে আটক করার পর শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে।