ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৬, ৭:১৩ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা: সিলেটের ফেঞ্চুগঞ্জের ইলাশপুরে লেগুনা উল্টে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। মঙ্গলবার সকালে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট থেকে যাত্রী নিয়ে সিলেট আসার পথে লেগুনাটি দুর্ঘটনা মুখে পড়ে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে পাঠান। খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ লেগুনাটি জব্দ করে।
ফেঞ্চুগঞ্জ থানার এস আই মিশন চৌধুরী জানান- দুর্ঘটনায় এক শিশু নিহতের খবর পাওয়া গেছে। লেগুনাটি থানায় আটকে রাখা হয়েছে।








