সিলেট কেন্দ্রীয় কারাগারে রবিদাসের ফাঁসি কার্যকর
প্রকাশিত হয়েছে : ৬:৫৮:৫০,অপরাহ্ন ১২ জুলাই ২০১৬
সুরমা নিউজ: সিলেট কেন্দ্রীয় কারাগারে মাকু রবি দাস (৪৭) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে ১২টা ১মিনিটে ফাঁসি কার্যকর হয়। এসময় সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ও কারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মৃত্যুদন্ড কার্যকর করতে কাশিমপুর কারাগার থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয় জাল্লাদ রাজুকে।
ফাঁসি কার্যকর হওয়া মাকু রবি দাসের বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাঁওয়ে। তিনি সমাধনী রবিদাসের ছেলে।প্রায় ১৬ বছর আগের এক হত্যার ঘটনায় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী ছিলেন রবিদাস। ২০০১ সালে এক প্রতিবেশীকে কুপিয়ে হত্যা করেছিলেন তিনি।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন জানান, ২০০৩ সালের ০৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত নাইনকা রবি দাস হত্যা মামলায় (দায়রা ৫৭/২০০২) মাকু রবি দাসকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০০১ সালের ৩১ অক্টোবর রাতে প্রতিবেশী নাইনকা রবি দাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকু রবি দাস। পরবর্তীতে মাকু রবি দাস জেল আপিল (জেল পিটিশন নং-০৩/২০০৭) করলেও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট। সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে তাও নামঞ্জুর হয়।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ পারভেজ মঈন জানান, সোমবার মাকু রবি দাসের স্বজনেরা তার সঙ্গে দেখা করে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আরও ৫ জন স্বজন শেষ দেখা করেন।