সিলেট কারাগারে হত্যা মামলার আসামির ফাঁসি আজ
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৬, ৫:৩৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এক আসামীর ফাঁসি আজ সিলেট কেন্দ্রীয় কারাগারে কার্যকর করা হবে। মাকু রবিদাস (৪৭) নামে আসামীর বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপপজেলায়। মঙ্গলবার রাত ১২ টা ১ মিনিটে মাকু রবিদাসের ফাঁসি কার্যকর করা হবে বলে জানিয়েছেন সিলেটের সিনিয়র জেল সুপার সগির হোসেন।
মাকু রবিদাস হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দারাগাওয়ের সমাধনী রবিদাসের ছেলে।
সগির হোসেন জানান, ২০০৩ সালের ০৯ সেপ্টেম্বর হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত নাইনকা রবিদাস হত্যা মামলায় (দায়রা ৫৭/২০০২) মাকু রবিদাসকে মত্যুদণ্ডাদেশ দেন।
২০০১ সালের ৩১ অক্টোবর রাতে মাত্র ২ হাজার টাকার বিনিময়ে প্রতিবেশী নাইনকা রবিদাসকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন মাকু রবিদাস।
পরবর্তীতে মাকু রবিদাস আপিল (জেল পিটিশন নং-০৩/২০০৭) করলেও তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন হাইকোর্ট।
সর্বশেষ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানালে তাও নামঞ্জুর হয়।
গত ১২ মে কারা অধিদফতরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের আদেশ দিলেও পবিত্র রমজান মাস থাকায় তা কার্যকর করা যায়নি।
মৃত্যুদণ্ড কার্যকরের জন্য কাশিমপুর কারাগার থেকে জল্লাদ রাজুকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। এরই মধ্যে মৃত্যুদণ্ড কার্যকরের সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সগির হোসেন আরো বলেন, সোমবার (১১ জুলাই) মাকু রবি দাসের স্বজনেরা তার সঙ্গে দেখা করে গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় আরও ৫ জন স্বজন শেষবারের মতো দেখা করেন।
ফাঁসি কার্যকরের লক্ষ্যে প্রশাসনের সংশ্লিষ্ট সকলে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে কারাসূত্র।
সর্বশেষ ২০১১ সালে সিলেট কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত রবি মুণ্ডাকে ফাঁসি দেওয়া হয়েছিলো।