সিলেটে জেলা ও মহানগর বিএনপির শোক র্যালী
প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০১৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ: গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নগরীতে পুলিশ প্রহরায় শোক র্যালী করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর কোর্টপয়েন্ট থেকে র্যালীটি শুরু হয়ে চৌহাট্টাস্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
র্যালীপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন ও জেলা বিএনপির সধারণ সম্পাদক আলী আহমদ। র্যালীতে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী সহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।