গোয়াইনঘাটে আবারও ভাইয়ের হাতে ভাই খুন
প্রকাশিত হয়েছে : ১১:৫৩:৪০,অপরাহ্ন ১২ জুলাই ২০১৬
গোয়াইনঘাট সংবাদদাতা: গোয়াইনঘাটে আবারও ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের ফতেহপুর ৫ম খন্ড গ্রামে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিষয়ে ফতেহপুর ৫ম খন্ড গ্রামের মৃত তোতা মিয়ার পুত্র আব্দুল গফুর (৩২) এবং নিহত আব্দুল করিম(৩৪)র মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত রবিবার দিবাগত রাতে আব্দুল গফুর ও আব্দুল করিমের মধ্যে ব্যাপক মারামারি করে। ওই রাত থেকেই আব্দুল করিম নিখোঁজ ছিল। গত ২ দিন থেকে বিভিন্ন জায়গা খোঁজাখুঁজি করে আব্দুল করিমকে কোথাও পাওয়া যায়নি।
মঙ্গলবার ১২ টার দিকে একই ইউনিয়নের হাতিরকান্দি গ্রামের হাওরে স্থানীয় জনতা একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে তার আত্মীয় স্বজন লাশ সনাক্ত করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ হাতিরকান্দি এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ বিষয়ে ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী বলেন, দীর্ঘ দিন থেকে ফতেহপুর ৫ম খন্ড গ্রামে মৃত আব্দুল মনাফের পুত্র আব্দুল গফুর ও আব্দুল করিমের মধ্যে জমি জমা নিয়ে বিরোধ চলছিল। গত রবিবার রাতে এ নিয়ে তাদের মধ্যে মারামারিও হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন বলেন, স্থানীয়দের তথ্যমতে আব্দুল গফুর তার আপন বড় ভাই আব্দুল করিমকে হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।