আজ সিলেটে বিএনপির উদ্যোগে শোকর্যালী
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৮:২৬ অপরাহ্ণ
সুরমা নিউজ: বিএনপির কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে রাজধানীর গুলশান হলি আর্টিজান বেকারী ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরনে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে এক শোক র্যালীর আয়োজন করা হয়েছে।
র্যালিটি আজ মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে শুরু হবে। যথা সময়ে কোর্ট পয়েন্টে সমবেত হয়ে র্যালীটিকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী সহ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।