সিলেটের উন্নয়নে হুমায়ুন রশীদ ছিলেন নিবেদিতপ্রাণ: এড. মিসবাহ
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৮:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ: কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক স্পীকার হুমায়ূন রশিদ চৌধুরী তার কর্মের জন্য যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়ে দেশের মানুষের কল্যাণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সিলেটের উন্নয়নে তিনি ছিলেন একজন নিবেদিত প্রাণ মানুষ। দীর্ঘ কূটনৈতিক জীবনের চাকুরি শেষে তিনি এরশাদ সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। তিনি সৌদি রাজ পরিবারের আপনজন হয়ে আরব দুনিয়াতেও রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। আজ মানুষ তার কর্মের জন্য স্মরণ করে যাচ্ছে।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পীকার, আওয়ামীলীগের সাবেক উপদেষ্টা, বৃহত্তর সিলেটের কৃতি সন্তান জননেতা আলহাজ্ব হুমায়ুন রশীদ চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শ্রমিকলীগ, সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার সন্ধ্যা ৬টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ, সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সহ সভাপতি প্রকৌশলী এজাজুল হকের সভাপতিত্বে ও জাতীয় শ্রমিকলীগ, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক গণপরিষদ সদস্য এডভোকেট লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, অগ্রণী ব্যাংকের এজিএম মোঃ আব্দুল লতিফ, মহানগর আওয়ামীলীগ নেতা এডভোকেট সামসুল ইসলাম।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, জেলা শ্রমিকলীগের সিঃ সহ-সভাপতি আব্দুল মতিন ভ’ইয়া, সহ-সভাপতি আব্দুস সাত্তার, সহ সভাপতি সিরাজুল ইসলাম, সহ-সভাপতি আক্তারুল ইসলাম খান স্বপন, আজিজুর রহমান, দপ্তর সম্পাদক দুলন রঞ্জন দেব, অর্থ সম্পাদক সুশান্ত দেব, শ্রমিক কল্যাণ সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি মোফাক্খারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, জেলা যুব শ্রমিকলীগের সভাপতি প্রণয় ঘোষ, সাধারণ সম্পাদক আদনান খান, সিনিয়র সদস্য অপুর্ব কান্তি দাস, সদর উপজেলার সভাপতি মকবুল হোসেন খান, সাধারণ সম্পাদক ফয়ছল মাহমুদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্বাস আলী, জেলা শ্রমিকলীগের সহ-সম্পাদক সাজা মিয়া, নুর এ আলম, শাহ্ আলম, সোনালী ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক খালেদ আহমেদ চৌধুরী, অগ্রণী ব্যাংক সিবিএ এর সভাপতি বখতিয়ার আহমেদ, কার্যকরী সভাপতি আব্দুল জলিল, বাংলাদেশ ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক আজিজুর রহমান, জনতা ব্যাংক সিবিএ এর সাধারণ সম্পাদক মীর ইয়াকুত আলী দুলাল, সহ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, রুপালী ব্যাংক সিবিএ এর সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, কৃষি ব্যাংক সিবিএ নেতা কবির আহমেদ, শাহনুর আলী ও আসকির মিয়া, বিডিবিএল সিবিএ এর নেতা আব্দুল কাদির, জেলা রিক্সা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, পানি উন্নয়ন বোর্ড সিবিএ সভাপতি রেহান আহমেদ, সাধারণ সম্পাদক কবির আহমেদ, বিধু ভুষণ চক্রবর্তী, নাজিম উদ্দিন খান, রাজ উদ্দিন রাজন, সাধারণ আদনান খান হেলাল, পোস্ট অফিস সিবিএ সভাপতি ওমর আলী, টিএনটি সিবিএর সভাপতি সুদর্শন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, একেএম আনোয়ার হোসেন, জালালাবাদ গ্যাস সিবিএ সাধারণ সম্পাদক শাহ আলম, বিআরটিসি সিবিএ সভাপতি সমরেশ আলী, সাধারণ সম্পাদক সুহেল মিয়া, জেলা শ্রমীক লীগের কোষাধ্যক্ষ একে এম আনোয়ার হোসেন, মহানগর যুব শ্রমিকলীগ আহবায়ক শেখ সেলিম, মহানগর দর্জি শ্রমিকলীগ সভাপতি রাজু আহমদ কামাল, বিএডিসি সিবিএ সভাপতি দিলীপ কুমার শীল, রেলওয়ে সিবিএ সাধারণ সম্পাদক শহিদুল হক।