সিলেটে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৭:৩৯ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় মদ সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায় সোমবার (১১ জুলাই) দুপুরে গোয়াইনঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৯২ বোতল ভারতীয় মদসহ সইবুর ইসলাম (২৮), শেখবুল ইসলাম (২৫) ও হাবিবুর রহমান ওরফে ভেঙ্গাই(২০)কে গ্রেপ্তার করে পুলিশ। তাদের সকলের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার টাইয়াপাগলা গ্রামে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এসএম আল মামুনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে এদের আটক করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়াইনঘাট থানায় মামলা করে তাদের গ্রেপ্তার দেখানো হয়।