সিলেট বর্ডার গার্ড স্কুলের অপহৃত শিক্ষার্থী জাফলংয়ে উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৭:৩৪ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেট বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের অপহৃত এক শিক্ষার্থীকে রোববার বিকালে জাফলংয়ের বল্লাঘাট থেকে উদ্ধার করা হয়েছে। অপহৃতের নাম হাসান শাহিদ খান নাহিদ (১৩)। সে সিলেট নগরীর জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার নোয়াগাঁও গ্রামের নুরুজ্জামানের পুত্র ও বর্ডার গার্ড স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশসহ এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় নাহিদ রোববার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ী থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। পথে টুকের বাজার ব্রীজের পাশে একটি কালো রংয়ের হাইয়েস মাইক্রোবাস থেকে ২/৩ জন লোক নেমে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়। গাড়িতে তুলে একটি রুমাল তার নাকের কাছে নিলে সে অজ্ঞান হয়ে পড়ে। এ অবস্থায় তারা তাকে নিয়ে অজানার উদ্দেশ্যে রওয়ানা দেয়। জ্ঞান ফিরলে সে তাদের কাছে বাঁচার আকুতি জানালে দুর্বৃত্তরা তাকে সিলেট-তামাবিল মহাসড়কের কোন একটি স্থানে ফেলে যায়। এ সময় নাহিদ একটি লেগুনা গাড়ীতে করে জাফলং বল্লাঘাট বিগ মার্কেটের সামনে চলে আসে। স্থানীয় ব্যবসায়ীরা টহল পুলিশকে খবর দিলে গোয়াইনঘাট থানার এসআই ফজলু ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যান। নাহিদের দেয়া মোবাইল নম্বর অনুযায়ী পুলিশ স্বজনদের সাথে যোগাযোগ করে। এরপর রাত ৮টার দিকে স্বজনরা গোয়াইনঘাট থানা থেকে তাকে গ্রহণ করেন।
গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।