টিলাগড়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০১৬, ৭:২৪ অপরাহ্ণ
সুরমা নিউজ:নগরীর টিলাগড়ে শাপলাবাগ আবাসিক এলাকায় এক ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ডাকাতিকালে প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সোমবার ভোররাতের দিকে এ ডাকাতির ঘটনা ঘটে।
শাপলাবাগ আবাসিক এলাকার ২ নম্বর রোডের ৩৫ নম্বর বাসার ভাড়াটে পাথর ব্যবসায়ী আফজালুর রহমান জানান, সোমবার ফজরের নামাজের কিছুক্ষণ আগে ৬-৭জনের কালো মুখোশধারী ডাকাতদল তার বাসার পেছনের গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।ডাকাতরা এসময় তার পরিবারের সকল সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। পরে তারা আলমারিতে গচ্ছিত নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা, ৫-৬ ভরি স্বর্ণ ও ৬টি মোবাইল এবং একটি ট্যাব লুট করে।
ডাকাতরা যাওয়ার সময় দুটি মোটরসাইকেল (পালসার, সিলেট ল-১১-৭৬৬১ ও ফ্রেজার ল- ১১-৯৪০৯) নিয়ে যায়। এছাড়াও ডাকাতরা তাদের ব্যবহৃত দেশীয় অস্ত্র ডাকাতি শেষে ফেলে রেখে যায়।
শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তসাপেক্ষে পরবর্র্তী ব্যবস্থা নেয়া হবে।