সিলেট থেকে পালিয়ে যাওয়া সেনা কর্মকর্তা আটক
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৬, ৩:৩৭ অপরাহ্ণ
সুরমা নিউজ: বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত থাকাকালীন সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বলে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আইএসপিআর জানায়, ক্যাপ্টেন উদ্ভাস চাকমা ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সেনাবাহিনীর একটি কোর্সে অংশগ্রহণের জন্য সিলেটে অবস্থান করছিলেন। কোর্সে থাকা অবস্থায় ওই বছরের ১২ মে তিনি সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যান। ‘পরবর্তী সময়ে উদ্ভাস চাকমা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। গ্রেপ্তার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পলায়ন করে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অবৈধ অনুপ্রবেশ করেন বলে জানা যায়।’
এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইএসপিআর।