গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ছোট দুই ভাই খুন
প্রকাশিত হয়েছে : ০৯ জুলাই ২০১৬, ১২:১৩ অপরাহ্ণ
গোয়াইনঘাট প্রতিনিধিঃ সিলেটের গোয়াইনঘাটে বড় ভাইয়ের হাতে ছোট দুই ভাই খুন হয়েছে। বুধবার (০৬ জুলাই) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটলেও শনিবার সকালে নিহতদের লাশ উদ্ধার করা হয়। ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ।
পুলিশ হতভাগ্য দুই সহোদর আজিজুর রহমান (১০) ও মতিউর রহমান (৮) এর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার (০৬ জুলাই) দুপুর দুইটার দিকে গোয়াইনঘাট উপজেলার ল²ীনগর গ্রামের ইদ্রিছ আলীর পুত্র নুরুল ইসলাম (২৫) বেড়ানোর কথা বলে তার ছোট ভাইকে নিয়ে বের হয়। পরে উপজেলার মানান বিলে তাদেরকে নিয়ে গলা টিপে হত্যা করে পানিতে ফেলে দেয়। নিহত দুই ভাই আজিজুর রহমান ও মতিউর রহমান ঐদিন থেকে নিখোঁজ ছিল। ঘাতক নুরুল ইসলামও এসময় পালিয়ে যায়।
পরে ঐদিন (বুধবার) রাতেই স্থানীয়দের সহযোগিতায় একই উপজেলার রুস্তমপুর ইউনিয়নের মাটিকাপা গ্রাম থেকে ঘাতক নুরুলকে আটক করা হয়। আটকের পর তাকে পুলিশের কাছে সোর্পদ করেন স্থানীয়রা। পুলিশের জিজ্ঞাসাবাদের পরও সহোদরদের হত্যার বিষয়টি স্বীকার করছিলনা নুরুল।
শনিবার (০৯ জুলাই) সকালের দিকে মানান বিলে হতভাগা দুই সহোদরের লাশ ফুলে ভেসে ওঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ও এসআই রফিক আহমদ সঙ্গীসহ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেন। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
ঈদের আগের দিন আপন ভাইদেরকে এরকম বর্বরোচিত হত্যার ঘটনায় পুরো উপজেলায় নিন্দা ও শোকের ছায়া নেমে এসেছে।