সুরমা নিউজ: অসামাজিকতার অভিযোগে নগরীর খুলিয়াটুলার থেকে ৮জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার রাত ১০টায় কোতোয়ালি থানা পুলিশ খুলিয়াটুলাস্থ ছায়াতরু ৩০ নং বহুতল ভবনের ৪তলায় পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশ ৩জন মহিলা ও ৫জন পুরুষকে হাতেনাতে আটক করে।
আটককৃত মহিলাদেরকে ভারতে পাচার করার উদ্দেশ্যে ওই বাসায় নিয়ে আসা হয় কয়েকদিন পূর্বে। সেখানে তাদেরকে আটক করে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়। এভাবে প্রায় সময় ওই বাসা থেকে মহিলাদেরকে ভারতে পাচার করা হয়। শুধু ভারতে পাচার নয় ওই বাসাতে দীর্ঘদিন থেকে হাই ক্লাস সুন্দরী নারীদেরকে দিয়ে অসামাজিকতার ব্যবসা চলছে বলে কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ জানান।
অাটককৃতরা হচ্ছে- অসামাজিকতার ব্যবসায়ী ময়মনসিংহের বাসিন্দা রজত চৌধুরী ও তার স্ত্রী মুক্তা চৌধুরী। এছাড়াও আটককৃতরা হচ্ছে- আলামীন, খারিজ মিয়া, শোয়েব অাহমদ, ফয়সল অাহমদ, সুমি, রুনা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ সত্যতা নিশ্চিত করে বলেন, ওই বাসার ৪তলার বিলাসবহুল ফ্ল্যাটে অসামাজিকতার কাজ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৩জন মহিলা ও ৫জন পুরুষকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নগরীতে অসামাজিকতার অভিযোগে আটক ৮
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৬:৪৬ অপরাহ্ণ