গ্রিসে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৩:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের আয়োজনে রাজধানী এথেন্সের পাল্তিয়া কুমুদুর পার্কে প্রথম বারের মত পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়। পাশাপাশি এথেন্সের সর্ব বৃহৎ মসজিদ ‘মসজিদে আল জাব্বার’-এ চারটি ঈদের অনুষ্ঠিত হয় । হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি নামাজ আদায় করেন।
বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় প্রথম বারের মত গ্রিস প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন । নামাজে উপস্থিত ছিলেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসিম উদ্দিন । তিনি গ্রীস প্রবাসী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানিয়ে দেশের সদ্য ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং সকল ধরনের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ব্য থাকার আহ্বান জানান । তিনি প্রবাসী বাংলাদেশীদের ন্যায় এবং নিষ্ঠার সাথে কাজ করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অনুরোধ করেন ।
ঈদের জামাতে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, বাংলাদেশ কমিউনিটির নব নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস , সাধারণ সম্পাদক এম এ খালেক মাতুব্বর, সিনিয়র ভাইস প্রেসিডন্ট আহসান উল্লাহ্ হাসান প্রমুখ। বিশ্বের প্রত্যেকটি স্থানে সুখ ,শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নামাজের ইমামতি করেন মাওলানা আব্দুল লতিফ এবং গ্রিসের বুনিয়াদি মসজিদ ‘মসজিদ আল জাব্বারের জামাতের ইমামতি করেন মাওলানা আব্দুস সালাম ।
এ দিকে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাষ্ট্রদূত জসিম উদ্দিন দূতাবাস কার্যালয় থেকে গ্রিসের বিভিন্ন শহরে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ।