কানাডায় ঈদুল ফিতর উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৩:৪৮ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক: কানাডায় বুধবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। টরন্টোর ডেনটনিয়া পার্কে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ঈদের নামাজ আদায় করেন প্রবাসী বাঙালিরা। স্থানীয় এমপি থানিইয়েল স্মিথ, স্কারবোরো এলাকার এমপি বিল ব্লেয়ারসহ অন্যান্য এপপিপি ও কাউন্সিলরা ঈদের শুভেচ্ছা জানান।
এছাড়া বায়তুল মোকারম, বায়তুল আমান মসজিদে ঈদের নামাজ আদায় করে নারীও। টরন্টো ছাড়াও মন্ট্রিয়াল, ওটোয়া, সাস্কাচুয়ান, ভ্যাঙ্কুভারসহ অন্যান্য শহরে ঈদ উৎসবের খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রমজানের প্রথম দিন মুসলিমদের সাথে ইফাতার করেন এবং ঈদের আগে মুসলিম সম্প্রদায়ের ঈদের শুভেচ্ছা জানান।