ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৩:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। বুধবার প্যারিসে বাংলাদেশ অধ্যুষিত তিনটি স্থানে পৃথক পৃথকভাবে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
মেট্রো হোস জিমনেসিয়ামে সকাল নয়টায় ঈদের বড় জামাত অনুষ্ঠিত হয়। এদিকে ওভারভিলিয়ে বাংলাদেশ জামে মসজিদে সকাল ৭ টা থেকে পর্যায়ক্রমে সাড়ে ১১টা পর্যন্ত একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত তিনটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক প্রবাসীদের সাথে ঈদ জামাতে নামাজ আদায় করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশে দুতাবাসের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন, সাধারন সম্পাদক দিলোয়ার হোসেন কয়েছ, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, কমিউনিটি ব্যক্তিত্ব মিজান চৌধুরী মিন্টু, আশরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা। এছাড়া প্যারিসের অদূরে তুলুজ স্টার্সবাগও লীল শহরে কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় আর নিজেদের মাঝে সুখ দুঃখ ভাগাভাগি করে প্রবাসীরা কিছুটা হলেও খুঁজে পান শিকড়ের টান, কেউ কেউ জানালেন গ্রীষ্মের ছুটিতে স্কুল কলেজ বন্ধ থাকায় এবারের ঈদে থাকবে বাড়তি আনন্দ।