ব্রিটেনে ঈদুল ফিতর উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ৩:৩৫ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাস রোজা পালন শেষে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ব্রিটেনে উদযাপিত হলো পবিত্র ঈদুল ফিতর। লন্ডনসহ ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
লন্ডনের রেডব্রিজ ভ্যালেনটাইন পার্ক, ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন, রিজেন্ট পার্ক মসজিদসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান প্রধান জামাত। বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষরা। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এদিন মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ছিলো উৎসব আমেজ। এর মধ্যে পূর্ব লন্ডনের চিত্র ছিলো অনেকটা বাংলাদেশের মতো।টাওয়ার হ্যামলেটস এলাকার বাড়িতে বাড়িতে স্বজনের আনাগোনা এনে দেয় ঈদের খুশির ছোঁয়া। ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদে সকাল ৮টা থেকে শুরু করে এক ঘণ্টা পর পর বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঈদের জামাতে মূলত কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিরা নামাজ আদায় করেন।
এদিকে ঈদুল ফিতর উপলক্ষে মুসলিমদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। শুভেচ্ছা বাণীতে ব্রিটিশ প্রধানমন্ত্রী সম্প্রতি ঢাকাসহ বিশ্বের বিভিন্ন স্থানে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেন।