সুস্থ হয়ে ঢাকায় ফিরলেন অর্থমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ২:৫৫ অপরাহ্ণ
সিলেট সুরমা: সুস্থ হয়ে সিলেট থেকে ঢাকায় ফিরেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার বেলা ২টার দিকে বেসরকারি একটি বিমানের ফ্লাইটে তিনি ঢাকায় ফিরে যান। ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়ায় বৃহস্পতিবার অর্থমন্ত্রী অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
সুস্থ হয়ে অর্থমন্ত্রী ঢাকায় ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি। অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অস্বস্থিবোধ করলে বাসা থেকে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। সুস্থবোধ করায় শুক্রবার সকাল ১০টায় তিনি নগরীর ধোপাদিঘীরপূর্বপাড়স্থ হাফিজ কমপ্লেক্স নিজের বাসায় ফিরে আসেন। বেলা ২টার দিকে তিনি আকাশপথে সিলেট থেকে ঢাকায় ফিরে যান।
সুস্থ হয়ে অর্থমন্ত্রী ঢাকায় ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি। অথমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঈদের দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অস্বস্থিবোধ করলে বাসা থেকে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পরীক্ষা-নিরীক্ষায় তার শরীরে ব্লাড সুগারের পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়লে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। ডা. শিশির বসাক, ডা. শিশির চক্রবর্তী ও ডা. আহবাব আহমদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। সুস্থবোধ করায় শুক্রবার সকাল ১০টায় তিনি নগরীর ধোপাদিঘীরপূর্বপাড়স্থ হাফিজ কমপ্লেক্স নিজের বাসায় ফিরে আসেন। বেলা ২টার দিকে তিনি আকাশপথে সিলেট থেকে ঢাকায় ফিরে যান।