কোন ধর্মেই জঙ্গী-সন্ত্রাসবাদের স্থান নেই: শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ০৮ জুলাই ২০১৬, ২:৩২ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, যারা ইসলামের নামে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে, তারা দেশ ও জাতির শত্রু। তাদের কোন জাত থাকতে পারেনা, তারা কোন ধর্মেরই অনুসারী নয়। প্রত্যেক ধর্মেই শান্তির কথা বলা হয়েছে। কোন ধর্মেই জঙ্গী-সন্ত্রাসবাদের স্থান নেই। আর তাই জঙ্গিবাদের সাথে জড়িতদের ও তাদের মদদদাতাদেরকে চিহ্নিত করে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।
তিনি ওসমানীনগরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় তিনি আরো বলেন, জঙ্গিবাদের সাথে জড়িত সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে আওয়ামী লীগ সরকার প্রস্তুত রয়েছে। দেশ ও জাতির শত্রæদের বিতাড়িত করে জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নত ও শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা হবে।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজলু চৌধুরীর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা এবং জঙ্গি হামলায় নিহত নিরাপরাধ ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়া, গোলাম কিবরিয়া চেয়ারম্যান, শামছুল ইসলাম মিলন, অরুনোদয় পাল ঝলক, মুজাহিদ আলী, দবির মিয়া, জিলু মিয়া, মখলিছ মিয়া, ফেরদৌস খান, আলাউর রহমান, যুবলীগ নেতা আরিজ আলী, মঈন উদ্দিন মোহন, মঞ্জুরুল ইসলাম, শহীদ আহমদ, শাহ ইসমাইল, মামুন মিয়া, সুলেমান আহমদ, রাসেল আহমদ, আরিফুল হক পুলক, রিপন দেব, আমির আলী, কাজী মামুন প্রমুখ।