বিশ্বনাথে শফিক চৌধুরীর ঈদ শুভেচ্ছা বিনিময়
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৬, ৮:৫৬ অপরাহ্ণ
বিশ্বনাথ সংবাদদাতা: বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এখানে জঙ্গিবাদের স্থান নেই। আর যারা ইসলামের নামে জঙ্গিবাদ প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে তাদের কোন জাত থাকতে পারে না, তারা কোন ধর্মের হতে পারে না। তিনি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং জঙ্গি হামলায় নিহত নিরাপরাধ ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে দেখে ঈর্ষান্বিত হয়ে জঙ্গি হামলা করা হচ্ছে। শীঘ্রই জঙ্গিবাদের সাথে জড়িত সকলকে ধ্বংস করে দেশ জঙ্গিবাদের কলঙ্ক থেকে মুক্ত করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতি ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আপ্তাব উদ্দিন মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, হরুপ খান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, কেন্দ্রীয় যুবলীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা জহুর আলী মেম্বার, এনামুর রহমান এনাম মেম্বার, ফয়ছল আহমদ মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা অপু চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক অঞ্জন চৌধুরী, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সোহেল আহমদ মুন্না, সদস্য কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়। স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মিয়া।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল মোমিন, দিলোয়ার হোসেন রুপন, শংকর চন্দ্র ধর, আবুল খয়ের লালা মিয়া, তজম্মুল আলী, আবদুর রহমান, শামছুল ইসলাম সমুজ, লাল মিয়া, আতাউর রহমান, তৈমুছ আলী, মাহমুদ আলী, আনোয়ার মিয়া, নেছার আহমদ, রানু মিয়া, যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, জয়নাল আবেদীন, দিলদার হোসেন, রানু মিয়া, দবির মিয়া, রাসেল আহমদ, আলমগীর হোসেন, নূরুল আমীন, সেবুল মিয়া, বেলাল রাজা, লামাকাজী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, ছাত্রলীগ নেতা ডায়মন্ড প্রমুখ।