বিয়ানীবাজারে ঈদের নামাজে মুসল্লির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৮:৪৮:১০,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৬
সুরমা নিউজ: সিলেটের বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের মাটিজুরা গ্রামে (টুকা) ঈদ উল ফিতরের নামাজে এসে আব্দুস শহিদ (৬৫) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। মৃত আব্দুস শহিদ মাটিজুরার (টুকা) মরহুম মুবশির আলীর পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, ঈদের নামাজের জামাত শুরু হওয়ার কিছুক্ষণ আগে আব্দুস শহিদ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। পরে জামাত শুরু হতেই তিনি পড়ে যান এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তিনি দীর্ঘ জীবন চট্রগ্রামের একটি স্টিল কোম্পানিতে কর্মরত ছিলেন।