শান্তি কামনা করে বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ০৭ জুলাই ২০১৬, ৮:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজ: বছর ঘুরে আবারও এসেছে ঈদুল ফিতর। এবারের ঈদে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড তারকারা। ভক্তদের এবং পুরো মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানাতে মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন মাইক্রোব্লগিং সাইট টুইটার অথবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তারকাদের অনেকেই বিশ্বের মানুষের শান্তি কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।চলুন যেনে নেই কোন তারকা কীভাবে জানালেন ঈদের শুভেচ্ছা।
অমিতাভ বচ্চন : যারা ৬ তারিখ ঈদ পালন করেছেন এবং যারা ৭ তারিখ করবেন তাদের সবাইকে ঈদ মোবারক।
ঋষি কাপুর : ঈদ মোবারক বন্ধুরা। এটি শুধু ইচ্ছা নয়, আমাদের পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য অনেক কিছু করতে হবে।শেখর কাপুর : ঈদ বিশেষ একটি দিন। আমার সকল মুসলিম বন্ধুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে দিনটি উদযাপন করছেন এবং যারা এটির নামে সংঘাত সৃষ্টি করছেন তাদের জন্য ক্ষোভ প্রকাশ করছি। ঈদ মোবারক।
ফারহান আখতার : অপনাকে এবং আপনার প্রিয়জনকে ঈদ মোবারক।
শান : ঈদ মোবারক
দিয়া মির্জা : ঈদ মোবারক। ‘সুলতান’। ভালোবাসার জয় সব সময়।
বিপাশা বসু : সবাইকে ঈদ মোবারক। ঈদ সবার জন্য শান্তি এবং উন্নতি বয়ে আনুক।
অদিতি রাও হায়দারি : ঈদ মোবারক।
সোহা আলী খান : যারা আজ ঈদ উদযাপন করছেন তাদের ঈদ মোবারক।
আরমান মালিক : সকল আরমান ভক্তদের এবং বিশ্বের সকল মানুষকে ঈদ মোবারক। সৃষ্টিকর্তার অনুগ্রহে থাকুন এবং ভালোবাসা ছড়িয়ে দিন।