ঈদ উপলক্ষে সিলেটের নিরাপত্তা জোরদার
প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০১৬, ৯:১৩ অপরাহ্ণ
সুরমা নিউজ: এবারের ঈদকে নির্বিঘ্ন ও নিরাপদ করতে সিলেটে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা নিশ্চিতে বাতিল করা হয়েছে পুলিশের ঈদের ছুটি।
বৃহস্পতিবার পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উদযাপন করতে, নাড়ির টানে সরকারি-বেসরকারি চাকুরিজীবীরা ফিরেছেন আপনালয়ে। ফলে ইতিমধ্যেই সুনসান নগরীতে পরিণত হয়েছে সিলেট। আর এই সুনসান নীরব নগরী নিয়েই বাড়তি ‘টেনশনে’ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নীরব নগরীতে যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা, এই ধারণা থেকে সিলেটে নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনীর সদস্যরা।
সূত্র জানায়, দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে। যে কারণে এবারের ঈদে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করতে ছুটি বাতিল করা হয়েছে পুলিশ সদস্যদের। কঠোর নিরাপত্তা নিশ্চিতে ‘অল আউট অ্যাকশনে’ রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র আরো জানায়, এবার সিলেট মহানগরীতে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে পুলিশ। সাথে থাকছে র্যাবের ১০টিরও বেশি বিশেষ টিম। এছাড়া ডিবি, এসবি (স্পেশাল ব্র্যাঞ্চ), ডিজিএফআইসহ অন্যান্য গোয়েন্দা বাহিনীর সদস্যরাও নগরজুড়ে সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছেন।